
সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারিতে টানা চার দিনের বিশ্রাম কাটানোর সুযোগ তৈরি হতে যাচ্ছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হতে পারে। তবে ছুটি চূড়ান্তভাবে ঘোষণার বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই শেষ সিদ্ধান্ত চাঁদদেখার ফলাফলের পর জানানো হবে।
যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হিসেবে নির্ধারিত হয়, তবে ওই দিন সরকারি ছুটি থাকলে পরের দিন বৃহস্পতিবার একদিনের ছুটি নিয়ে চার দিনের ধারাবাহিক বিশ্রাম নিশ্চিত করা যাবে। কারণ বৃহস্পতিবারের পরের দু’দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এই হিসাব অনুযায়ী সরকারি চাকরিজীবীরা ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিক ছুটি উপভোগ করতে পারবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকবে। একই সঙ্গে মন্ত্রণালয় উল্লেখ করেছে, শবে বরাত পালনের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। ফলে চূড়ান্ত ছুটির ঘোষণা চাঁদদেখার পরই করা হবে।
সরকারি কর্মকর্তারা বলছেন, এই সুযোগে চাকরিজীবীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারবেন এবং দীর্ঘদিনের চাপ থেকে কিছুটা বিশ্রাম নিতে পারবেন।
তাছাড়া, সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রজ্ঞাপনের বিষয়ে আগেভাগে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সরকারি কর্মচারীরা অফিসের ছুটির পরিকল্পনা সুষ্ঠুভাবে ম্যানেজ করতে পারেন।