
বাংলাদেশে নারী-বান্ধব কাঠামো আজও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। সমাজের বিভিন্ন স্তরে নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক বাধার মধ্যে এখনও দেশের নারী নাগরিকরা সীমিত সুবিধা ভোগ করছেন। এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, "নারী প্রার্থীদের সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।" তিনি আরও বলেন, "দয়ার ওপর রাজনীতি টিকবে না; রাজনৈতিক দল নারীদের জায়গা না দিলে তাদের নিজেরাই তা তৈরি করতে হবে।" তিনি সমান নির্বাচনী সুযোগ এবং নারী প্রার্থীদের জন্য ক্যাম্পেইন ফান্ডের প্রয়োজনীয়তাকেও বিশেষভাবে তুলে ধরেন।
শারমীন এস মুরশিদ উল্লেখ করেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এখনও সংকটজনক। তিনি বলেন, "১৯৫৪ সালের নির্বাচনে নারীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করলেও ২০২৫ সালে আমরা এখনো সংরক্ষিত আসন বা মনোনয়ন নিয়ে তর্ক করছি, যা প্রগতি নয় বরং পশ্চাৎগমন।"
তিনি আরও বলেন, "সংরক্ষিত আসন থেকে কেউ প্রকৃত নেতা হয়ে ওঠে না; অধিকার নিতে হয়, নিজের জায়গা তৈরি করতে হয়।" নারীদের জন্য রাষ্ট্রীয়ভাবে নির্বাচনী প্রচার তহবিলের প্রস্তাবও তিনি দিয়েছেন, যা বিদ্যমান অসমতা কমাতে সহায়ক হবে।
এর পাশাপাশি, নারীদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা মোকাবেলায় ২৪ ঘণ্টা সাইবার মনিটরিং ও কুইক রেসপন্স ইউনিট গঠনের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের কার্যক্রম আগামী ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে।