
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন মিশন, তবে তারা গণভোট পর্যবেক্ষণ করবে না। এই তথ্য জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইয়ার ইয়াবস।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ইয়ার ইয়াবস জানান, নির্বাচন প্রক্রিয়ার সব ধাপ পর্যবেক্ষণ করতে প্রায় দুই মাস সময় বাংলাদেশে কাটাবে ইইউ মিশন। তিনি আরও স্পষ্ট করে বলেন, “শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ মিশন। গণভোট পর্যবেক্ষণ করবে না।”
নির্বাচনে নাগরিক অংশগ্রহণ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইইউ সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে পুরুষ, নারী, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সামাজিক সব গোষ্ঠীর ভোটদানের সুযোগ।” তিনি যোগ করেন, ভোটার কত শতাংশ নির্বাচনে অংশ নেবে, সেটি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
নির্বাচনের চ্যালেঞ্জ সম্পর্কে ইয়ার ইয়াবস বলেন, আসন্ন নির্বাচনে পারস্পরিক আস্থা ও বিশ্বাস সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য রাখতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা অপরিহার্য।