
নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে জেলা প্রশাসকদের কার্যক্রম নজরদারিতে রাখবেন সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, নির্বাচনের সময় যদি কোনো বিচ্যুতি ধরা পড়ে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তখন সেভাবে ব্যবস্থা নেব। কিন্তু ঢালাওভাবে কিছু ধরা পড়েনি। আমরা সাধারণভাবে মনে করেছি যে তারা প্রস্তুত ও যোগ্য।” তিনি আরও যোগ করেন, “যদি নির্দিষ্ট কোনো উদাহরণ আসে যে কোথাও বাস্তব সমস্যার সৃষ্টি হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি বিবেচনা করব।”
তফসিলের আগে নবনিযুক্ত জেলা প্রশাসকদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, “আমি এখনও আশাবাদী, করা যাবে, ইনশাআল্লাহ্।” তিনি বলেন, “অভিজ্ঞতা সবাই সঙ্গে করে আনে না। অভিজ্ঞতা তৈরি হয়। পরিস্থিতির মোকাবিলা করলেই অভিজ্ঞতা অর্জিত হয়। তারা সঠিক পথে চলবেন, চলতে পারবেন এটি যদি নিশ্চিত করতে পারি এবং মনোভাব সঠিক থাকে, তবে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ্।”