
রাজনীতিতে মানবিকতা ও সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া; এমন মন্তব্য করেছেন শিল্পপতি এ কে আজাদ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, “খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসলে প্রতিদান পাওয়া যায়।”
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গুলশান কার্যালয়ে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেখানে বক্তব্যে এ কে আজাদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অন্য সরকারপ্রধানদের তুলনায় ব্যতিক্রমী এক ব্যক্তিত্ব। প্রতিহিংসাহীন রাজনীতির চর্চা ছিল তার বৈশিষ্ট্য, আর সমালোচনাও তিনি হাসিমুখে গ্রহণ করতেন।
খালেদা জিয়ার জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ এবং তার রাজনৈতিক দূরদর্শিতার প্রসঙ্গ টেনে এ কে আজাদ আরও বলেন, তিনি ছিলেন সত্যিকার অর্থেই আলাদা একজন নেতা। সমালোচনা গ্রহণের মানসিকতা তার মধ্যে ছিল, পাশাপাশি ব্যক্তিগত কিংবা রাজনৈতিক প্রতিহিংসা তাকে স্পর্শ করেনি। দেশে প্রথম ভ্যাট প্রবর্তনের উদ্যোগও নিয়েছিলেন তিনিই।
এ কে আজাদ বলেন, “খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন, মানুষকে ভালোবাসলে তার প্রতিদান পাওয়া যায়।” তার প্রতি মানুষের গভীর ভালোবাসা ও সম্মানই সেই শিক্ষার বাস্তব প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।