
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে।”
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব জানান, “গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি। মনোনয়নপত্র সংখ্যা কমও নয়।”
নির্বাচন নিয়ে তিনি বলেন, “গণভোটে ভোটারদের উৎসাহ বাড়ানো হচ্ছে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের প্রচারণা চালানো হচ্ছে এবং ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে।”
শফিকুল আলম আরও বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।”
তিনি উল্লেখ করেন, “বেগম জিয়ার জানাজায় সার্কের পাঁচ দেশের মন্ত্রী পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।”