
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার বিষয়ে নাগরিকদের মতামত নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করছে সরকার। এরই ধারাবাহিকতায় ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরে গেজেট আকারে প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। গেজেটটি জারি করা হয় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে।
এর আগে একই দিন সকালে গণভোট অধ্যাদেশ-২০২৫–এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এরও আগে, ২০ নভেম্বর অনুষ্ঠিত আরেক বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কারগুলো নিয়ে জনগণের মতামত যাচাই করতে নির্বাচন কমিশন ও সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই গণভোট। এর আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে।