
নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হবে। মহড়ার সময় এলাকাটি বিপজ্জনক হওয়ার কারণে সংশ্লিষ্টদের নিরাপদ দূরত্বে নৌযান চলাচলের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজ মালিকদের সতর্ক করা হচ্ছে, কারণ নৌবাহিনীর জাহাজ মহড়ার সময়ে নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ করবে। বিপজ্জনক এলাকা নির্দিষ্ট করা হয়েছে—পতেঙ্গা থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কুতুবদিয়া থেকে ১১ কিলোমিটার পশ্চিম, কক্সবাজার থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিম এবং হাতিয়া থেকে ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “বিপজ্জনক এলাকায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সকল প্রকার নৌযানকে ওই এলাকা পরিহার করে নিরাপদ দূরত্বে চলাচল করতে অনুরোধ করা হলো।”