
অন্তর্বর্তী সরকার শনিবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে জানিয়েছে, একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে হবে। সরকারের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা ইসির দায়িত্ব।
ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সরকার চিঠির মাধ্যমে জানিয়েছে, গণভোট পরিচালনা ইসির দায়িত্ব। একইসঙ্গে জাতীয় নির্বাচনের সঙ্গে এটি আয়োজন করার নির্দেশনা দিয়েছে।”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগেই জানিয়েছিলেন, “সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা আসলে আমরা গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।”
উল্লেখ্য, ইসি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ করার পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।