
নারীর সঙ্গে সমান অংশীদারিত্ব ছাড়া সমাজে পুরুষদের অগ্রগতি সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখি; যেখানে ভেদাভেদ নয়, ঐক্য ও সম্মান আছে। একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। আমি যদি অন্যকে সম্মান না দিই, তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারব না।”
ড. খালিদ হোসেন আরও বলেন, “মতপার্থক্য থাকবেই, যুগে যুগে ছিল। কিন্তু আমাদের বিভেদ এক জায়গায় মিলিত হতে হবে, আর তা হলো কালেমা তাইয়েবা।”
তিনি বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী সরকার জাতির জন্য একটি সুযোগ এনে দিয়েছে—হাতে হাত ধরার, বুকে বুক মেলানোর। “এই সুযোগ হাতছাড়া করলে আবারও ৫৪ বছর অপেক্ষা করতে হবে,” সতর্ক করেন ধর্ম উপদেষ্টা।
ড. খালিদ হোসেন উদাহরণ দিয়ে বলেন, রাসুল (সা.) হজরত আয়েশা, হজরত খাদিজা এবং অন্যান্য সাহাবিয়াতদের সঙ্গে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেছেন। যুদ্ধের ময়দানেও তাদের ভূমিকা ছিল। তিনি যোগ করেন, “যদি আমরা আমাদের মা-বোন, কন্যাদের কোরআনের আলোতে শিক্ষিত করে হাফেজা, আলেমা বা মুহাদ্দিসা বানাতে পারি, তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”