
যুক্তরাজ্যে প্রবেশের জন্য কোনো ভিসা বা ইটিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন) কখনোই নিশ্চিতভাবে মেলে না—এ কথা স্পষ্টভাবে জানালো ঢাকার ব্রিটিশ হাইকমিশন। রোববার তারা এক সতর্কবার্তায় এ তথ্য প্রকাশ করে।
সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যের ভিসা বা ইটিএ কোনোভাবেই নিশ্চিত নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার দাবি করে যারা ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। বার্তায় আরও উল্লেখ করা হয়, কেউ যদি বলে যে তারা ‘নিশ্চিত ভিসা’ দিতে সক্ষম, তবে সেটি নিঃসন্দেহে প্রতারণার প্রচেষ্টা।
হাইকমিশন সবাইকে সতর্ক থেকে এমন ভুয়া প্রস্তাব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।