
দুই দিনে তৃতীয়বারের মতো দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানী ঢাকাসহ চারপাশের এলাকায় হালকা ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৪.৩ রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তিস্থল নরসিংদীর পশ্চিমে ১১ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ৩.৭ এবং গভীরতা ১০ কিলোমিটার। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ঢাকার পাশাপাশি এই কম্পন ভুটানের রাজধানী থিম্পুতেও অনুভূত হয়েছে।
এর আগে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্পে রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৩।
এর আগের দিন, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূকম্পনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারাদেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ভবন থেকে ইট পড়ার ও আতঙ্কে লাফ দেওয়ার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে চারশর বেশি মানুষ আহত হয়েছেন।