
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের জন্য ‘পোস্টাল ব্যালট’ ব্যবস্থা কার্যকর করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গৃহীত সিদ্ধান্তগুলোর মাধ্যমে ভোট প্রক্রিয়াকে দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে ১০ নভেম্বর নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় পোস্টাল ব্যালট প্রক্রিয়ার প্রধান সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে।
সেসব মূল সিদ্ধান্তের মধ্যে রয়েছে—
বিধি ও পরিপত্র প্রণয়ন: ‘পোস্টাল ভোট (আইটি সাপোর্টেড)’ সংক্রান্ত বিধি ও পরিপত্র ১৩ নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। এই কাজ বাস্তবায়ন করবেন উপসচিব (নির্বাচন পরিচালনা-২) এবং সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-১)।
প্রচারণা: বাংলাদেশ ডাক বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ পোস্টাল ভোটের প্রচারণার জন্য ব্যবহার করা হবে।
ঝুঁকি নিরসন: ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ’-এর জন্য রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স তৈরি করে ঝুঁকি নিরসনের ব্যবস্থা করতে হবে OCV-SDIP প্রকল্পকে।
লাইভ ডিসপ্লে: ১৮ নভেম্বর থেকে নির্বাচন ভবনের তৃতীয় তলায় এবং ভবনের বাইরে পোস্টাল ভোটিং কার্যক্রমের লাইভ ডিসপ্লে নিশ্চিত করা হবে।
নিশ্ছিদ্র নিরাপত্তা: আর্মি প্রিন্টিং প্রেস ও তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে দায়িত্ব পালনকারীদের মোবাইল বা কোনো ডিভাইস বহন করা যাবে না। সিসিটিভি কাভারেজ ও রেকর্ডিং ব্যবস্থা করা হবে।
পরিদর্শন: ২০ নভেম্বর নির্বাচন কমিশন আর্মি প্রিন্টিং প্রেস ও তেজগাঁও এমপিসির সব কার্যক্রম পরিদর্শন করবে।
প্রবাসী ভোটার: তফসিল ঘোষণার পর দিন থেকে ডাক বিভাগ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল প্যাকেজ প্রেরণ শুরু করবে।
অভ্যন্তরীণ ভোটার: প্রতীক বরাদ্দের পর দিন থেকে ডাক বিভাগ পোস্টাল প্যাকেজ প্রেরণ করবে।
প্রশিক্ষণ ও লোকবল: OCV-SDIP প্রকল্প নির্বাচন কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ভিডিও তৈরি করবে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ৮০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়ে OCV ও ICPV কার্যক্রমে নিয়োজিত করবে।
মুদ্রণ কার্যক্রম: প্রাথমিকভাবে ২০ লাখ ভোটারের জন্য (১০ লাখ প্রবাসী ও ১০ লাখ অভ্যন্তরীণ) ভোটপত্র মুদ্রণের কাজ দ্রুত শুরু করা হবে।
সরঞ্জাম সংগ্রহ: নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগ ২০০টি কিউআর কোড রিডার ক্রয় করে ৭ ডিসেম্বরের মধ্যে OCV-SDIP প্রকল্পে হস্তান্তর করবে।
সমন্বয় সভা: ১৩ নভেম্বর থেকে OCV-SDIP, বাংলাদেশ ডাক বিভাগ ও আর্মি প্রিন্টিং প্রেস প্রতিদিন দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্মে সভার মাধ্যমে সমন্বয় করবে।