
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি উল্লেখ করেছেন, সারা বিশ্ব যেমন এই নির্বাচনের দিকে নজর রাখছে, তেমনি পুরো দেশবাসী অধীর আগ্রহে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে।
রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় সিইসি এ মন্তব্য করেন। ভিডিও বার্তায় তিনি নির্বাচন কমিশনের প্রত্যাশা তুলে ধরেছেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত ছিলেন।
সিইসি আরও বলেন, “আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাদের এই আগ্রহ অত্যন্ত আশাব্যঞ্জক।”
তিনি জনগণকে উৎসাহিত করে বলেন, “আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।”