মিরপুরে বাসে আগুনের ঘটনায় গ্রেফতার ২
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১৭ পিএম, ০৪ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুর পূর্ব কাজীপাড়ায় আলিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসে গুলি এবং আগুন লাগানোর ঘটনায় মূলহোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযান শনিবার (৪ অক্টোবর) সকালে মিরপুর এলাকায় পরিচালিত হয়।
দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের একজন কর্মকর্তা।
ঘটনার আগে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে মিরপুর সেনপাড়া এলাকায় ওই বাসকে একদল ব্যক্তি হাতের ইশারায় থামান। বাসে উঠে তারা চালক ও তার সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন। এ সময় যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে যান। এরপর দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “বাসের চেকার নিয়োগকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”