রাজনীতিবিদরাই দেশ চালাবেন: আলী রীয়াজ


রাজনীতিবিদরাই দেশ চালাবেন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, দেশের দায়িত্ব রাজনীতিবিদদের হাতেই থাকবে, অন্তর্বর্তী সরকার নয়। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার কেবল একটি সাময়িক কাঠামো নির্বাচনের পথ সুগম করাই যার মূল কাজ।

বুধবার রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক এক সংলাপে এসব মন্তব্য করেন তিনি।

ড. রীয়াজ বলেন, বাংলাদেশ পরিচালনায় রাজনীতিবিদরাই মুখ্য ভূমিকা পালন করবেন। অন্তর্বর্তী সরকার তো একটি ট্রানজিশনাল ব্যবস্থা, যার কাজ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা। এটিকে যেন চূড়ান্ত কর্তৃত্ব হিসেবে না দেখা হয়।

সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, গত ১৬ বছর ধরে গণমাধ্যম যে সংকট ও নিয়ন্ত্রণের মুখোমুখি হয়েছে, সেই বাস্তবতার ওপর ভিত্তি করে সাংবাদিক ইউনিয়ন বা পেশাদার মহল কীভাবে এখনো একটি সুসংহত পর্যালোচনা বা নীতিগত কাঠামো দাঁড় করাতে পারেনি?” তিনি আরও বলেন, “সাংবাদিকদের নিজেদের ভূমিকা নিয়েও ভাবা উচিত আপনি কি সাংবাদিক, না রাজনীতিক?

তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী সংবাদকর্মীদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। সেখানে যারা ছিলেন, তারা কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তা আমরা জানি। এটি কি সাংবাদিকতা? নাকি রাজনৈতিক আনুগত্য?

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে। তবে মূল বাধা হলো গণমাধ্যমগুলোর করপোরেট স্বার্থ। অধিকাংশ মিডিয়া হাউজ নিজস্ব বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। যতদিন এ বাস্তবতা থাকবে, ততদিন প্রকৃত স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট ও আলোচিত টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান। আরও বক্তব্য রাখেন বাসস প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজাওয়ানুল হক রাজা, সিজিএস নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী এবং ফ্রিলান্স সাংবাদিক কাজী জেসিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×