.jpg)
নিয়মিত নামাজ ও কুরআন পড়েন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এক সাক্ষাৎকারে তার স্বামী অভিনেতা অনন্ত জলিল এমনটাই বলেছিলেন। এর আগে শোবিজ ছাড়ার ঘোষণাও দেন বর্ষা। এবার ইসলামী ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা বই নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
বর্তমানে কোনো সিনেমায় কাজ করছেন না বর্ষা। তবে তাকে দেখা যাচ্ছে বিভিন্ন ফটোসেশনসহ নানারকম ইভেন্টের কাজে। এসবের মাঝে পরিবারকে পুরোটাই সময় দেন অভিনেত্রী। এছাড়া নিজের পছন্দ অনুযায়ী ধর্মীয় বইও পড়েন।
এবার এক ফেসবুক পোস্টে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারীকে বিশেষভাবে ধন্যবাদ দেন বর্ষা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা। ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল যে, ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য ২টি।
বর্ষা আরও লেখেন, জীবনে তেমন কিছুই জানি না, তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে ড. মিজানুর রহমান আজহারী, এই বইটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন, আমিন।
আফিয়া নুসরাত বর্ষা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। ২০১০ সালে ইফতেখার চৌধুরী'র ‘খোঁজ-দি সার্চ’ চলচ্চিত্রে অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে ‘খোঁজ-দি সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’-এর মত বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। এছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে বিয়ে করেন। তাদের দুজন পুত্র সন্তান রয়েছে।