বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় চীন: ওয়াং ই


February 4 2025/china.jpg

চীন সবসময় বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হিসেবে থাকতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। খবর সিজিটিএন-এর। 

ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের কেবল বন্ধু নয়, বরং বিশ্বাসযোগ্য প্রতিবেশী ও উন্নয়ন-সহযোগী হিসেবে পাশে থাকতে চায়। 

তিনি আরও জানান, চীন বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে এবং দেশের নিজস্ব প্রয়োজন ও বাস্তবতার আলোকে উন্নয়নের পথ খুঁজে নিতে বাংলাদেশের পাশে থাকবে।

ওয়াং ই চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্যও। এই বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, এটি দুই দেশের সম্পর্কের ইতিহাস ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। 

তিনি আরও জানান, চীন বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে যৌথভাবে আধুনিকায়নের পথে এগিয়ে যেতে এবং এশিয়ার উন্নয়ন ও পুনরুত্থানে অবদান রাখতে আগ্রহী। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×