রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে ঐকমত্য প্রয়োজন: ড. আলী রীয়াজ


saurav/riaz-20250710124548.jpg

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে একটি সম্মিলিত ঐকমত্য গড়ে তোলা এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম অধিবেশনে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল: প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া।

ড. রীয়াজ বলেন, “সম্প্রতি আমাদের সংলাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, কয়েকটি বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি এবং কিছু বিষয়ে একমতের কাছাকাছি এসেছি।” তিনি জোর দিয়ে বলেন, মূল লক্ষ্য হওয়া উচিত রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করা, ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ, নাগরিক অধিকার রক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা। সেইসঙ্গে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রয়োজন, যেখানে কোনোভাবে আবার ফ্যাসিবাদী শাসনের সুযোগ তৈরি না হয়।

তিনি আরও বলেন, কমিশনের উদ্দেশ্য কোনো একক ব্যক্তি বা দলের নয় এটি সম্মিলিত প্রয়াসের ফল, যা রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণেই সম্ভব হচ্ছে। তার ভাষায়, “আমরা কারও প্রতিযোগী নই, বরং আমরা সবাই একসঙ্গে কাজ করছি। এই প্রক্রিয়াকে সফল করতে আমাদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।”

ড. আলী রীয়াজ জানান, কমিশনের অন্যতম লক্ষ্য হলো এই জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় ঐকমত্যের সনদ প্রণয়ন করা। যদিও অনেক বিষয়ে এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আগামী সপ্তাহেই অনেক বিষয়ের মীমাংসায় পৌঁছানো সম্ভব হবে।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার (সঞ্চালক হিসেবে), কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×