ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক’ সিরিজের নতুন টাকার ডিজাইন উন্মোচন


saurav/13-14-750x375.jpg

বাংলাদেশ ব্যাংক দেশের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্য তুলে ধরতে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক একটি নতুন সিরিজের ব্যাংকনোট ও কারেন্সি নোটের ডিজাইন উন্মোচন করেছে। এই নতুন সিরিজে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমানের কাগুজে কারেন্সি নোট অন্তর্ভুক্ত হয়েছে।

প্রকাশিত ডিজাইন অনুযায়ী, প্রতিটি নোটে বাংলাদেশের বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিক স্থাপত্যকে মূল থিম হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে দেশের সাংস্কৃতিক পরিচিতিকে সামনে আনতে চমৎকার চিত্র ও নিখুঁত শিল্পশৈলীর ব্যবহার করা হয়েছে।

সোমবার (২ জুন) থেকে সাধারণ গ্রাহকরা এসব নোট পেতে শুরু করবেন। প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে।

৫০০ টাকার নোটে দেখা যাবে কেন্দ্রিয় শহীদ মিনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট
২০০ টাকায় থাকবে ভাস্কর্য ও গ্রাফিতি ২০২৪
১০০ টাকায় প্রতিফলিত হবে ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনের দৃশ্য 
১০ টাকায় স্থান পেয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ও গ্রাফিতি ২০২৪
৫ টাকার নোট এ থাকবে তারা মসজিদ
২ টাকায় স্থান পেয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×