তীব্র গরমে পথচারীদের জন্য মসজিদ-ওজুখানা খোলা রাখার নির্দেশনা


uncomfortable-weather-1648526047.webp

দেশে চলমান তীব্র তাপপ্রবাহে পথচারীদের বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে করে প্রতিদিন বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত পথচারীরা বিশ্রামের জন্য মসজিদে আশ্রয় নিতে পারবেন।

রবিবার (১১ মে) ডিএনসিসির ফেসবুক পোস্টে একথা জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্মানিত প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।’

‘স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্ম দিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে,’ বলেও পোস্টে উল্লেখ করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×