ডেমরায় রুদ্রর ত্রাসের রাজত্ব


March 2025/Rudra.jpg

রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার সংলগ্ন ওয়াসা রোড এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ইখলাক খান রুদ্র। সঙ্গীদের নিয়ে আগে ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি করলেও পট পরিবর্তনের পরও থামেনি তার অপকর্ম।

স্থানীয়দের দাবি, শুধু এলাকাবাসী নন, তাদের দৌরাত্ম্যের শিকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

ডেমরা সারুলিয়া বাজার সংলগ্ন এই এলাকাটিকে অপরাধের আতুড়ঘরে পরিণত করেছে রুদ্র, সোহেল, সূজাতসহ তাদের সঙ্গীরা। সাধারণ মানুষদের ধরে এনে হত্যার ভয় দেখিয়ে চাঁদা আদায় কিংবা মাদক চোরাচালান, এসবই যেনও নিত্য দিনের ঘটনা।

রুদ্র, সোহেলদের ভয়ে নিশ্চুপ এলাকার মানুষ। তাদের অপকর্মের সাক্ষী হলেও মুখ খুলতে নারাজ প্রায় সবাই। রুদ্রের অপরাধের জগত পুলিশের সামনে এলেও তারাও যেন নিরুপায়। 

গত ২৭ ফেব্রুয়ারি ৯৯৯-এ কলের মাধ‍্যমে সারুলিয়া বাজার সংলগ্ন ওয়াসার মাঠে এক ব‍্যবসায়ীকে আটকে রাখার খবর পায় পুলিশ। ডেমরা থানার একটি টিম তাকে উদ্ধারে যায় সেখানে। অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। বেশ কয়েকজন পুলিশ আহত হলেও উদ্ধারে সক্ষম হন সেই ব‍্যবসায়ীকে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘মূল গেট খুলে পুলিশ ভিতরে যায়। তখন কিছু লোককে দেখতে পায়। তাদের এখানে কাউকে আটকে রাখার কথা জানতে চাইলে অতর্কিতে তারা পুলিশের ওপর হামলা করে। পুলিশ সদস্যরা আহত হন। খবর পেয়ে ফোর্স নিয়ে আমরা সেখানে যাই।’

ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল হক বলেন, ‘আমাকে আটকে রেখে অনেক মারধর করে। আমি নগদ, রকেট, বিকাশের এজেন্ট। মারধর করে ব্যাংক, রকেট, বিকাশ ও নগদের পাসওয়ার্ড নিয়ে নেয়।’

সাবেক ছাত্রলীগ নেতা রুদ্র সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতির পদ বাগিয়েছেন। তবে, এই অপহরণের ঘটনার পর তাকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির নেতা আনিসুল জামান বলেন, ‘রুদ্রের বাবা আওয়ামী লীগ করতো। তার বয়স তখন ১৬ ছিল। মুক্তিযুদ্ধের প্রজন্ম দল থেকে তাকে আমরা বহিষ্কার করিয়েছি।’
 
ডেমরা থানা সূত্রে জানা যায়, রুদ্র, সোহেল ও সূজাতকে ধরার জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েছে পুলিশ। কে কোন দল করে তা দেখার বিষয় নয়। অপরাধী অপরাধীই। পুলিশ তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে।’

ডেমরা থানা পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী ব‍্যবসায়ী অপহরণ ও আহত পুলিশ সদস্য হত্যাচেষ্টা মামলা করেছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×