সিদ্ধান্ত বদল, রমজানে কম মূল্যে গরুর মাংস বিক্রি করবে সরকার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৩৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ভোক্তাদের স্বস্তি দিতে রমজান মাসে গাড়িতে করে কম দামে ডিম, দুধ আর মুরগির মাংস বিক্রির পাশাপাশি গরুর মাংসও বিক্রি করবে সরকার।
রোববার (১৬ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, গরুর মাংস বিক্রি না করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সেটি থেকে সরে এসেছে সরকার। এবারও রমজানে ভ্রাম্যমাণ গাড়িতে সুলভ মূল্যে বিক্রি হবে গরুর মাংস।
এর আগে চলতি মাসের শুরুর দিকে উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন, ‘এ বছর সুলভ মূল্যে ডিম, দুধ আর মুরগির মাংস বিক্রি করা হবে। পাশাপাশি মাছও সরবরাহের চেষ্টা করছি।’
কেন বাদ হচ্ছে গরু ও খাসির মাংস? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘মূলত ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংস দেয়া হতো সেটা আসবে না। গত বার মাংস বিক্রি নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। এ নিয়ে মন্ত্রণালয় থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, আমরা যদি গরু ও খাসির মাংস নিরাপদভাবে দিতে না পরি তাহলে ক্ষতি হয়ে যেতে পারে।’