সংস্কারের আগে নির্বাচন আয়োজন হবে সুস্পষ্ট প্রতারণা: হান্নান


February 4 2025/dfg dfg dfg.jpg

সংস্কারের আগে নির্বাচন দেওয়া সুস্পষ্ট প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণহত্যাকারীদের বিচার, ভোট চোরদের ভোটে অযোগ্য ঘোষণা ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে অন্তর্বর্তীকালীন সরকার সংসদ নির্বাচন আয়োজনের পথে হাঁটলে তা হবে ২৪-এর বীর শহীদ ও আহতদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।

তিনি আরও লেখেন, এর বিরুদ্ধে যদি একজন মানুষ হিসেবেও কেউ প্রতিবাদ করে, সে ব্যক্তিটি হবো আমি। হয়তো লড়াইটা দীর্ঘ হবে, কিন্তু এ লড়াই থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×