ডিপজল গ্রেফতার


Feb 2025/Dipjal.jpg
ডিপজল

ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মো. রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন প্রকাশ ডিপজলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা রোববার (২ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ১০ অক্টোবর ভোর পাঁচটায় ডিপজল ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জন মিলে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনের লোহার রড চুরি করে নেওয়ার সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড ও ভিকটিম মো. রবিউলসহ অন্যান্য সিকিউরিটি গার্ড ধাওয়া করে ডিপজলকে আটকপূর্বক চোরাই রড উদ্ধার করে। এতে ক্ষিপ্ত হয়ে ১০ অক্টোবর রাত সোয়া দশটার দিকে মো. রবিউলকে ঢাকা উদ্যান এলাকায় ডিউটি করাকালীন ডিপজল ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মারাত্বকভাবে জখম করে পালিয়ে যায়। পরবর্তী স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই ঘটনার প্রেক্ষিতে থানায় হত্যা মামলা দায়ের হলে গ্রেফতার এড়াতে ডিপজল আত্মগোপনে চলে যায়। 

র‌্যাব-২’এর সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বলেন, ‘ওই ঘটনার পর র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২’এর আভিযানিক দল রোববার রাতে আসামিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা হতে গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

‘গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×