১লা মে

মিলন মাহমুদের কবিতা


মিলন মাহমুদের কবিতা

তর্জমা করছি 
শ্রমিকের রক্তে শিরায়,

পথের দু পাশে, সেলাই কলে 

হাড়ের অস্থি মজ্জায়
লেগে আছে ধূলিঝড়।

এখনও অনাদায়ী
মজুরি বেতন ; চল --

চল, তবে আজ মিছিল 
প্রিয় পথ। এগুতে হবে --

হাতুড়ি কাস্তে শাবল 
আর কাঠফাটা আঙুলের করে

মার্চ করে তালে তাল 
পা'য়ের শিকল বেজে ওঠে।

আজ কেড়ে নিবো নক্ষত্রের 
গোলা, ছিনিয়ে নিবো অধিকার।

আজ ১লা মে, শ্রমিকের ঘাম 
হউক লাল পতাকার!

তর্জমা করছি, নিপীড়িতের নামে ...

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×