বোকাদের গল্প

সাঈদা সানজিদার কবিতা


সাঈদা সানজিদার কবিতা

❀ 

এখানে রাজপথ জুড়ে ছন্নছাড়া জীবনের ভীড় আর হাওয়ায় ভাসে ক্লান্ত প্রশ্বাস। 
মরিচিকার সুখের খোঁজে বোকা মানুষের ছুটে চলার অস্থিরতা।


মেঘের সাথে পাল্লা দিয়ে রোজ স্বপ্ন ওড়ায় আকাশে,
 অবসন্ন দিনের শেষে বৃষ্টি হয়ে ঝরে যায় অগণিত স্বপ্ন।


জীবন ছেড়ে পালাতে না পারার তীব্র আয়োজনে,
কান্ত দেহে, ভাঙা মনে, বোকা মানুষেরা তবুও রোজ স্বপ্ন সাজায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×