
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশবরেণ্য ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। শোক প্রকাশ করে তিনি বলেন, মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।”
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি মরহুমার বিদায়ের পর তার আত্মার শান্তি কামনা করেন। আজহারি লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী—বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার ভুলত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।”
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
আজহারির এই শোকবার্তার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। হাজার হাজার মানুষ কমেন্ট করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আজহারির গ্রহণযোগ্যতা থাকায় তার বার্তাটি রাজনৈতিক সীমার বাইরে আধ্যাত্মিকভাবেও গভীর প্রভাব ফেলেছে।
দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিল রোগে ভুগে মৃত্যুবরণ করা এই ‘আপসহীন নেত্রী’র প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মাওলানা আজহারি তার সংক্ষিপ্ত বার্তায় মরহুমার জন্য মহান আল্লাহর রহমত ও পরকালে সর্বোচ্চ সম্মানের প্রার্থনা করেছেন।