
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপের অদূরে মুড়িগঙ্গা নদীতে ফ্লাই অ্যাশ বহনকারী একটি বাংলাদেশি কার্গো জাহাজ দুর্ঘটনায় পড়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কচুবেড়িয়া ও লট নম্বর ৮-এর মাঝামাঝি এলাকায় ডুবোচরে আঘাত লেগে সকালে ‘এমভি তামজিদ নাসির’ নামের জাহাজটি ডুবে যায়।
দুর্ঘটনার সময় জাহাজটিতে ১২ জন নাবিক অবস্থান করছিলেন। স্থানীয়দের দ্রুত সহায়তায় সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ছোট আকারের ওই কার্গো জাহাজটি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এলাকা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে ফেরার পথে ছিল। বৃহস্পতিবার সকালে মুড়িগঙ্গা নদী অতিক্রমের সময় ভাটার কারণে জেগে ওঠা একটি চরের সঙ্গে জাহাজটির তীব্র সংঘর্ষ হয়। এতে জাহাজের তলদেশে ফাটল সৃষ্টি হয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করে। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে জাহাজটি কাত হয়ে নদীতে ডুবে যায়।
নাবিকদের চিৎকারে আশপাশে চলাচলরত ট্রলারগুলো সঙ্গে সঙ্গে এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করে। এর ফলে জাহাজে থাকা ১২ জন নাবিককেই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
স্থানীয়রা জানান, জাহাজটি পুরোপুরি তলিয়ে না গেলেও এর বড় একটি অংশ বর্তমানে পানির নিচে রয়েছে। দুর্ঘটনার ফলে বিপুল পরিমাণ ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ায় মুড়িগঙ্গা নদীর পরিবেশ ও জলজ প্রাণের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে জেলা পুলিশ ও সেচ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনাকবলিত জাহাজটি নৌপথে চলাচলে কোনো বাধা সৃষ্টি করছে কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি কলকাতা পোর্ট ট্রাস্টকেও অবহিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, জাহাজ উদ্ধারের বিষয়ে মালিকপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।