
ইরানে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার।
বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে এ নির্দেশনা দেয়।
দূতাবাসের পরামর্শে বলা হয়েছে, শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের পরিবহনব্যবস্থা—বিশেষ করে বাণিজ্যিক ফ্লাইট—ব্যবহার করে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করতে হবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এই সতর্কবার্তা চলতি মাসে জারি করা আগের পরামর্শগুলোর ধারাবাহিকতা বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। এতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির দ্রুত অবনতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) গভীর উদ্বেগ প্রকাশ করছে। দূতাবাসের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ইরানে উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের যে কোনো পরিবহন ব্যবস্থায় দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হচ্ছে।’
পরামর্শে আরও বলা হয়, নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, বিক্ষোভ ও সহিংসতা চলছে এমন এলাকা এড়িয়ে চলতে হবে এবং দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে হবে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণেরও আহ্বান জানানো হয়েছে।
নয়াদিল্লি থেকে জারি করা পৃথক এক বিবৃতিতে এমইএ জানায়, ভারতীয় নাগরিকদের আবারও দৃঢ়ভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ৫ জানুয়ারি জারি করা আগের সতর্কবার্তার কথাও উল্লেখ করা হয়, যেখানে অপ্রয়োজনীয় ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছিল।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে থাকা ভারতীয়দের সব সময় পাসপোর্ট ও পরিচয়পত্রসহ প্রয়োজনীয় ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত নথি সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে দূতাবাস। জরুরি সহায়তার জন্য একাধিক হেল্পলাইন নম্বর ও একটি সরকারি ই-মেইল ঠিকানাও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এখনো নিবন্ধন না করা নাগরিকদের এমইএ-এর অনলাইন নিবন্ধন পোর্টালে দ্রুত নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট ও ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা অনেক জায়গায় সহিংসতায় রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ সহিংসতার নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
ইরানে বর্তমানে কতজন ভারতীয় নাগরিক অবস্থান করছেন, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানানো না হলেও শিক্ষার্থী, ব্যবসায়ী, তীর্থযাত্রী ও স্থায়ী বাসিন্দাদের নিয়ে একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার।