
বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় মর্মান্তিক ট্র্যাজেডিতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নবদম্পতিসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
রোববার (১১ জানুয়ারি) ভোরে ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় এ বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্র জানায়, বিয়ের রিসেপশন শেষ হওয়ার পর অনেক অতিথি ওই বাড়িতেই অবস্থান করছিলেন। সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ বিস্ফোরণটি ঘটে, এতে বাড়ির একটি অংশ ধসে পড়ে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
সরকারি প্রশাসক সাহিবজাদা ইউসুফ বলেন, রোববার ভোরে বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ সেখানে পৌঁছে যায় এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। বিস্ফোরণের প্রভাব আশপাশের কয়েকটি বাড়িতেও পড়েছে। নিহত বর-এর বাবা হানিফ মাসিহ বিবিসিকে জানান, এ দুর্ঘটনায় তার স্ত্রী ও ভাবিও প্রাণ হারিয়েছেন।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকায় পাকিস্তানের বহু পরিবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের ওপর নির্ভরশীল। অতীতেও গ্যাস লিকের কারণে এসব সিলিন্ডার থেকে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
এ প্রেক্ষাপটে, গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা বিধি মেনে চলা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।