
সড়ক দুর্ঘটনার পরই উত্তাল হয়ে উঠেছে মাদারীপুরের তাতীবাড়ি এলাকা। যাত্রীবাহী ভ্যানকে কাভার্ডভ্যান চাপা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হওয়ার প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ স্থানীয়রা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার তাতীবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে কয়েকজন যাত্রী একটি ভ্যানে করে ভাঙাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি তাতীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুইজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। বর্তমানে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, ‘ঘটনাস্থলে যাত্রীবাহী ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর বিক্ষুদ্ধ স্থানীয়রা টায়ারে আগুন জ্বালিয়ে মহসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।’
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।