
ইরানে চলমান বিক্ষোভ নতুন ধাপে নেওয়ার আহ্বান জানিয়ে দেশটির সাবেক শাহের পুত্র রেজা পাহলভি বলেছেন, আন্দোলনের লক্ষ্য এখন আরও কৌশলগত হতে হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই বিরোধী নেতা জানিয়েছেন, তিনি নিজেও ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শিগগির দেশে ফিরতে পারবেন বলে আশাবাদী।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় রেজা পাহলভি ইরানিদের উদ্দেশে আরও লক্ষ্যভিত্তিক আন্দোলনে নামার ডাক দেন। ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়। লক্ষ্য হলো শহরের কেন্দ্রগুলো দখল ও ধরে রাখার প্রস্তুতি নেওয়া।’
ওই বার্তায় তিনি আরও দুই দিন টানা কঠোর বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের বিক্ষোভে বিপুল জনসমাগমের জন্য আন্দোলনকারীদের প্রশংসা করেন পাহলভি। একই সঙ্গে তিনি জানান, নিজেও ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং পরিস্থিতি অনুকূলে এলে দ্রুত দেশে ফিরতে পারবেন বলে বিশ্বাস করেন।
রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতা হারান। পরবর্তী সময়ে তিনি নির্বাসনে যান এবং ১৯৮০ সালে মৃত্যুবরণ করেন।
এদিকে মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, ইন্টারনেট সংযোগ বন্ধ রেখে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করা হতে পারে। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, চলমান অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন।
শুক্রবার ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি সতর্ক করে বলেন, “নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে গণহত্যা চালানোর প্রস্তুতি নিতে পারে।”
অন্যদিকে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। একই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র কোনো চাপের মুখে পিছু হটবে না। তিনি এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।