.png)
ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, তাজমহল মূলত একটি মন্দির হিসেবে তৈরি হয়েছিল এবং পরে মুঘল সম্রাট শাহজাহান এটিকে নতুনভাবে রূপান্তর করেছিলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৬৯ বছর বয়সী এই নেতার বক্তব্যে তিনি উল্লেখ করেন, মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাহিত করা হয়েছিল। পরে তার দেহ সেই স্থানে স্থানান্তরিত করা হয়, যেখানে একটি মন্দির নির্মাণাধীন ছিল। এরপর সেই স্থানে তাজমহল নির্মাণ করা হয়।
বিজয়বর্গীয়ের এই মন্তব্য অনুষ্ঠানে উপস্থিত মানুষদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
বিরোধী দল কংগ্রেস এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। দলটির মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, “বিজেপির মন্ত্রীরা সীমা অতিক্রম করছেন এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। এমন মন্তব্য নেতাদের মধ্যে অভ্যন্তরীণ হতাশার প্রতিফলন।”
বিশ্লেষকরা বলছেন, তাজমহলের উৎপত্তি নিয়ে এই ধরনের দাবি নতুন নয়, তবে একজন সক্রিয় মন্ত্রী যখন এ ধরনের বক্তব্য দেন, তখন তা রাজনৈতিক ও সামাজিকভাবে অনেক বেশি আলোচিত হয়। এনডিটিভি আরও উল্লেখ করেছে, কৈলাস বিজয়বর্গীয়র এমন হঠাৎ মন্তব্যের দীর্ঘ বিতর্কিত ইতিহাস রয়েছে।