.jpg)
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যার দায়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত অপর ভারতীয় আগ্রাসন বিরোধী শিখ সম্প্রদায় এবার পৃথিবীর বিভিন্ন দেশে বিক্ষোভ আয়োজন করেছে। শিখ ফর জাস্টিস (এসএফজে) নামে একটি সংগঠন এই বিক্ষোভ আয়োজন করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরন্টো ও ভ্যানকুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সংবাদমাধ্যম কালিবার জানিয়েছে, বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হারদ্বীপ সিং নিজ্জার ও ওসমান হাদির হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। তাদের দাবি, দুজনই ভারতের বিরোধীতা করতেন, তাই হত্যা করা হয়েছে।

গত বুধবার অনুষ্ঠিত বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল, শিখ নেতাদের ওপর ভারত সরকারের দমন-নিপীড়ন এবং তাদের কার্যক্রমকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা।
২০২৩ সালে কানাডার ব্রাম্পটনে হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। শিখ কমিউনিটির অভিযোগ, এই হত্যাকাণ্ডে ভারতের সরকার জড়িত রয়েছে। নিজ্জারের হত্যার ঘটনায় ভারত ও কানাডার মধ্যে সম্পর্কেও অবনতি ঘটে।

উল্লেখ্য, ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত। শিখরা সেখানে একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। এ ক্ষেত্রে প্রবাসী শিখরা বিশ্বব্যাপী সক্রিয়ভাবে কাজ করে থাকে।

কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত শিখ আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদেরকে টার্গেট করে গুপ্ত হত্যার অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে।