.png)
যুক্তরাষ্ট্র ইউরোপীয় কমিশনের প্রাক্তন কমিশনারকে ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে। নতুন প্রযুক্তিগত বিধানের কারণে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রাক্তন কমিশনারসহ আরও চারজনকে দেশটিতে প্রবেশের অনুমতি দেবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই সিদ্ধান্ত দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর মন্তব্য করেছে, “এই চরমপন্থী কর্মী ও অস্ত্রধারী এনজিওগুলো বিদেশি রাষ্ট্রগুলোর মাধ্যমে চাপ তৈরি করেছে। প্রতিটি ক্ষেত্রে তারা আমেরিকান ভাষাভাষী ও আমেরিকান কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।”
এই পদক্ষেপের মধ্যে রয়েছেন ইইউ-এর প্রাক্তন শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন, যাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)-এর ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করেছে।
ডিএসএ আইনটি ইউরোপজুড়ে পরিচালিত প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, যা বাকস্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে অভিযোগ ওঠে। সাম্প্রতিক সময়ে এই আইনটি তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র এটিকে ডানপন্থী মতাদর্শের বিরুদ্ধে কঠোর সেন্সরশিপের হাতিয়ার হিসেবে দেখছে।