
একটি বিতর্কিত ভিডিও প্রতিবেদনকে কেন্দ্র করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে বড় অঙ্কের মানহানিড় মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ৫০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ হাজার কোটি টাকা।
স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) ট্রাম্প এই মামলা করেন। অভিযোগের সূত্রপাত ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সমর্থকদের হামলা সংক্রান্ত একটি সম্পাদিত ভিডিও প্রতিবেদন থেকে। ট্রাম্পের দাবি, ওই প্রতিবেদনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি নিজেই সমর্থকদের হামলার নির্দেশ দিয়েছিলেন।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাম্প কারচুপির অভিযোগ তোলেন। এর পরের বছর, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তার সমর্থকদের হামলার ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়। ওই ঘটনার জন্য ট্রাম্পকে উসকানিদাতা হিসেবে দায়ী করা হলেও তিনি শুরু থেকেই তা অস্বীকার করে আসছেন।
পরবর্তীতে ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে বিবিসি তাদের ‘প্যানারোমা’ ডকুমেন্টারি সিরিজে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ইঙ্গিত দেওয়া হয়, ক্যাপিটল হিলের হামলায় ট্রাম্প সমর্থকদের উসকানি দিয়েছিলেন। ট্রাম্পের অভিযোগ, এই প্রতিবেদনই তার মানহানির মূল কারণ।
বিষয়টি নিয়ে বিবিসি পরে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে এবং জানায়, বিভিন্ন ভিডিও ক্লিপ সম্পাদনার কারণে প্রতিবেদনটি এমনভাবে উপস্থাপিত হয়েছিল, যাতে মনে হয়েছে ট্রাম্প সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। তবে ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি।
চলতি বছর এ বিষয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ট্রাম্প। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবিসির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগ করতেও হয়। ট্রাম্পের আইনজীবীদের দাবি, বিতর্কিত প্রতিবেদনের কারণে তার ব্যক্তিগত সুনামের ক্ষতি হয়েছে এবং এর ফলে তিনি বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন।