
পাকিস্তানের সিন্ধু প্রদেশ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ কঠোর ভাষায় বলেন, “দিনে স্বপ্ন দেখা বন্ধ করুন।”
জিওনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, “সিন্ধু পাকিস্তানের অবিচ্ছেদ্য এবং অঙ্গীভূত অংশ। সিন্ধু ছিল, আছে এবং ভবিষ্যতেও পাকিস্তানের অংশ থাকবে।” তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে ইতিহাসের সঙ্গে অচেনা হিসেবে আখ্যায়িত করেন।
মুরাদ আলী শাহ আরও বলেন, “সিন্ধু ১৯৩৬ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার আগেই বোম্বাই প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে গিয়েছিল। সিন্ধুর মানুষ দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন, মর্যাদা এবং রাজনৈতিক পরিচিতি প্রাধান্য দিয়েছে।” তিনি ভারতের মন্ত্রীকে পরামর্শ দেন, “নিজেদের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে মনোযোগ দিন, আমাদের ব্যাপারে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।”
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম সিংয়ের উদ্ধৃত বক্তব্যে জানিয়েছে, “আজকের দিনে সিন্ধুর জমি হয়তো ভারতের অংশ নয়, কিন্তু সভ্যতাগতভাবে সিন্ধু চিরকাল ভারতের অংশ থাকবে। আর যতটুকু জমির কথা, সীমান্ত বদলাতে পারে। কে জানে, কাল সিন্ধু আবার ভারত ফিরে আসতে পারে।” এছাড়াও তিনি দাবি করেছিলেন যে, তার প্রজন্মের সিন্ধি হিন্দুরা কখনও পুরোপুরি পাকিস্তানের সঙ্গে সিন্ধুর সংযুক্তি মেনে নেননি।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভারতীয় মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানায়। মন্ত্রণালয় এটিকে “কল্পনাপ্রসূত, সংশোধনমূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি” হিসেবে আখ্যায়িত করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সিংয়ের মন্তব্য “একটি সম্প্রসারণবাদী হিন্দুত্ব মানসিকতা” প্রতিফলিত করে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি স্বীকৃত সীমান্ত চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে। তারা ভারতীয় নেতাদের উসকানিমূলক ভাষণ বন্ধ করতে এবং দেশের দুর্বল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, যারা ধর্মভিত্তিক সহিংসতা ও ইতিহাসের বিকৃতির কারণে বৈষম্যের শিকার হন।