
মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে আফগানিস্তানের আকাশে ওঠা পাকিস্তানি যুদ্ধবিমানের হামলায় প্রাণ গেল অন্তত ১০ জনের। নিহতদের মধ্যে ৯ জনই শিশু, এমন হতাহতের ঘটনায় উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে।
আফগান প্রশাসন জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি বাড়িকে লক্ষ্য করে মধ্যরাতে বোমা বর্ষণ করা হয়। আল জাজিরা মঙ্গলবার ২৫ নভেম্বর তালেবান সরকারের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের গোরবুজ জেলায় এই হামলা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘হামলায় ৯ শিশু (পাঁচ ছেলে এবং চার মেয়ে) ও এক নারী নিহত হয়েছেন।’
মুজাহিদ জানান, একই রাতে উত্তর-পূর্বাঞ্চলের কুনার এবং পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা চালানো হয়, যেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।