পেহেলগাম হামলায় জড়িতরা পাকিস্তানি নাগরিক: ভারত


saurav/pehelgum-20250426113332.jpg

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এনআইএ) দাবি করেছে, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত তিনজন জঙ্গিই ছিল পাকিস্তানি নাগরিক। তারা নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়্যবার সদস্য বলেও জানিয়েছে এনআইএ। খবর বিবিসির।

গত ২২ এপ্রিল বৈসরণ উপত্যকায় চালানো ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। ঘটনার পরপরই এই মামলার তদন্তভার দেওয়া হয় এনআইএর হাতে। তদন্ত সংস্থাটি জানায়, সম্প্রতি কাশ্মীরের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হামলার আগে ওই তিন জঙ্গিকে স্থানীয় একটি কুঁড়েঘরে আশ্রয় দিয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা এনআইএর হেফাজতে রয়েছেন।

প্রথমে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, হামলাকারীদের মধ্যে দু’জন পাকিস্তানি ও একজন স্থানীয় নাগরিক। তবে এনআইএ শুরু থেকেই দাবি করে আসছে, তিনজনই বিদেশি। হামলার পর কাশ্মীরজুড়ে ব্যাপক তল্লাশি ও আটক অভিযান চালানো হলেও এখন পর্যন্ত জঙ্গিরা ধরা পড়েনি।

প্রথমে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করলেও পরে আবার অস্বীকার করে তারা। এনআইএর নতুন দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। তবে আগেই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিল দেশটি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×