ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার সর্বশেষ অবস্থা


saurav/1713203180.iran-israilkk.webp

সোমবার সকাল থেকেই ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

নিচে এই সংঘাতের সর্বশেষ পরিস্থিতি দেয়া হলো।

ইসরায়েল

ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর ফলে ইসরায়েলে দক্ষিণে প্রায় আট হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসরায়েলের একটি প্রধান জ্বালানি কোম্পানি তাদের একটি স্থাপনার কাছে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

তবে এখন পর্যন্ত কোন হতাহতের কথা জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইরান

ইসরায়েল ইরানের ওপর তাদের হামলার তীব্রতা বাড়িয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ সেখানে ‘নজিরবিহীন শক্তি’ দিয়ে হামলার কথা জানিয়েছেন।

কাৎজ আরও বলেন, তেহরানে যেসব লক্ষ্যবস্তু করা হয়েছে সেগুলো ওই “শাসনামলের প্রতীক”।

সপ্তাহ শেষে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানিয়ান “শাসনামলের পরিবর্তন” এর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরানিয়ান সামরিক নেতারা “ চূড়ান্ত প্রতিক্রিয়া” দেয়ার হুমকি দিয়েছেন।

বিশ্বব্যাপী জ্বালানি রপ্তানির জন্য জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে বলেও উদ্বেগ রয়েছে।

সূত্রঃ বিবিসি

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×