শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ, অন্ধকারে ডুবে যাবে পৃথিবীর একাংশ


শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ, অন্ধকারে ডুবে যাবে পৃথিবীর একাংশ

২০২৭ সালের ২ আগস্ট বিশ্ববাসী প্রত্যক্ষ করতে চলেছে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ওই দিন ছায়ায় ঢেকে যাবে সূর্য, আর পৃথিবীর একাংশ পড়বে গভীর অন্ধকারে টানা ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে।

বিশ্বখ্যাত বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট স্পেস ডট কম জানিয়েছে, ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে ভূমি থেকে দৃশ্যমান সূর্যগ্রহণগুলোর মধ্যে এটিই হবে সবচেয়ে দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস গ্রহণ।

এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি ঘটবে তখনই, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যকে পুরোপুরি আচ্ছাদিত করে ফেলবে। তখন সৃষ্টি হবে 'টোটালিটি' নামে পরিচিত এক মুহূর্ত, যা দিনের আলোয় অস্থায়ী অন্ধকার নামিয়ে আনবে।

সূর্যগ্রহণের এই টোটালিটির রেখা ধীরে ধীরে পৃথিবীর একটি বড় অংশ অতিক্রম করবে। ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মানুষ এ দৃশ্য উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়াসহ আরও কয়েকটি দেশ। প্রায় ৮৯ মিলিয়ন মানুষ সরাসরি আকাশ থেকে এই দৃশ্য দেখতে পারবে বলে জানা গেছে।

নাসার তথ্য অনুযায়ী, সাধারণত সূর্যগ্রহণের সময়কাল হয় ১০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ৭ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত। তবে এত দীর্ঘ গ্রহণ খুবই দুর্লভ। ২০২৭ সালের গ্রহণটি ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে, যা একে বিরল ও ব্যতিক্রম হিসেবে চিহ্নিত করছে।

সূর্যগ্রহণ মূলত তখনই ঘটে, যখন চাঁদ তার কক্ষপথে চলতে চলতে পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। তখন কিছু সময়ের জন্য পৃথিবীর একটি নির্দিষ্ট স্থান থেকে সূর্য আংশিক বা পুরোপুরি অদৃশ্য মনে হয়।

সূর্য ও চাঁদের দৃষ্টিগোচর আকৃতির মধ্যে সূক্ষ্ম পার্থক্য এবং কক্ষপথের দূরত্বের তারতম্যের কারণে গ্রহণের সময়েও পার্থক্য হয়ে থাকে। এজন্য কখনও গ্রহণ কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনও তা কয়েক মিনিটেরও বেশি সময় ধরে চলে।

২০২৭ সালের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তাই বিশ্ববাসীর জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হতে যাচ্ছে। аstronomy অনুরাগীদের জন্য এটি হবে জীবনে একবার দেখা যাওয়ার মতো একটি মহাজাগতিক দৃশ্য।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×