
পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে রাখার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাত, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ঢাকার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলাটি দায়ের করেছেন আমিরুল ইসলাম।
তবে মেহজাবীন সামাজিক মাধ্যমে জানান, তিনি বাদীকে চেনেন না এবং এটিকে ‘হয়রানি’ হিসেবে উল্লেখ করেছেন।
বাদী আমিরুল ইসলাম সম্পর্কে জানা গেছে, তার বাবার নাম মৃত সাদেক আলী। বর্তমানে তিনি ক্যান্টনমেন্ট থানার মানিকদির নামাপাড়ায় থাকেন। তার গ্রামের বাড়ি ফেনী সদরের ফতেহপুরে।
মামলার ভিত্তিতে জানা গেছে, দীর্ঘদিন পরিচয়ের সুবাদে মেহজাবীন চৌধুরী তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে রাখার আশ্বাস দেন। এ প্রলোভনের বিনিময়ে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা দিয়েছেন বাদী। পরে মেহজাবীন ও তার ভাই ব্যবসার কার্যক্রম শুরু না করার ফলে বাদী টাকা চাইলে ‘আজকে দেব, কালকে দেব’ বলে দীর্ঘদিন বিলম্ব করেন।
পরবর্তীতে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের একটি রেস্টুরেন্টে ডেকে গালাগাল করেন। অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, “এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না, তোকে বাসার সামনে দেখলে জানে মেরে ফেলব।” এভাবে বাদীকে জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
বাদী বিষয়টি ভাটারা থানায় জানালে, থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। এরপর তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন। মামলায় আসামিদের আদালতে হাজির করার জন্য দিন ধার্য ছিল। তবে তারা উপস্থিত না হওয়ায় ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।