জন্মদিনে ডিপজল যা বলল


MARCH NAEEM 2ND/dipjol.jpg

এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। আজ (৬ এপ্রিল) দাপুটে এই অভিনেতার জন্মদিন। জন্মদিনে তিনি বলেন, আপনাদের এই ভালোবাসা শুধু আবেগ নয়-এটি আমার পথচলার শক্তি, সাহস ও অনুপ্রেরণা।

বিশেষ এইদিনে ফেসবুকে ডিপজল লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। এই বিশেষ দিনে যারা আমাকে শুভেচ্ছা বার্তা, দোয়া এবং অকৃত্রিম ভালোবাসা জানিয়েছেন আপনাদের প্রতি রইলো আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আপনাদের এই ভালোবাসা শুধু আবেগ নয়-এটি আমার পথচলার শক্তি, সাহস ও অনুপ্রেরণা।’

তিনি আরও লেখেন, ‘আপনাদের এই আন্তরিকতা আমার জীবনের এক অমূল্য সম্পদ, যা আমি সযত্নে লালন করি। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে চলার তৌফিক দিন।

১৯৬২ সালের এইদিনে জন্মগ্রহণ করেন ডিপজল। ‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×