ভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাইফ, থাকছে চমক


April 2025/Saif Ali Khan.jpg
সাইফ আলি খান

চলতি বছরের জানুয়ারি মাসেই রাহুল ঢোলাকিয়া পরিচালিত পিরিয়ড ড্রামার শুটিং শুরুর কথা ছিল। যে ছবিতে ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। যেখানে থাকছে চমক। 

জওহরলাল নেহেরুর শাসনামলে সে দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়ার ‘রাজসূয় যজ্ঞ’ কীভাবে পরিচালনা করেছিলেন সেই বিষয় নিয়ে নেটফ্লিক্সের জন্য তৈরি করা হবে ছবি। তবে জানুয়ারি মাসে সাইফের উপর হামলার পর শুটিং শুরু হয়নি। 

এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই পিরিয়ড ড্রামার শুটিং শুরু করবেন সাইফ। হামলার পর এই প্রথম কোন সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। 

আগামী কয়েক সপ্তাহ মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে এই সিনেমার শুটিং হবে। সাইফের পাশাপাশি এই পিরিয়ড ড্রামায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপক দোবরিয়াল এবং প্রতীক গান্ধীকে। প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন সম্পর্কিত বইপত্র খুবই কম। 

ভারতের প্রথম গণতন্ত্রের উৎসব পরিচালনার দায়িত্ব ছিল সুকুমার সেন। স্বাধীনতার বছর দুয়েক বাদে ১৯৫১ সালে প্রথম গণতন্ত্রের উৎসব। এসব ঘটনাকে কেন্দ্র করেই তৈরি করা হবে এ সিনেমা। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×