মারা গেছেন নির্মাতা রায়হান রাফির পিতা


Jan 2025/Raihan fathe.jpg

চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির পিতা মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিলেটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী তমা মির্জা।

রায়হান রাফিকে ট্যাগ করে এ অভিনেত্রী লিখেছেন, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে ওনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।’ 

শেষে তিনি লিখেছেন, ‘আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মত মানুষটাকে আল্লাহ তার কাছে ভাল রাখবেন, ইনশাআল্লাহ। ’

রায়হান রাফির বাবাকে সিলেটে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন রাফির বন্ধু সোহাগ।  

তিনি বলেন, ‘বার্ধক্যের কারণে দীর্ঘ দিন ধরেই নানা রোগে ভুগছিলেন আঙ্কেল। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপের হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’

উল্লেখ্য, রায়হান রাফির পরিচালিত প্রথম চলচ্চিত্র হল ‘পোড়ামন ২’। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল প্রথম আলো পুরস্কার পায়।’ 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×