
আমদানি পণ্য অবৈধ ঘোষণা করে আনার প্রবণতাই কাস্টমস ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করছে—এমন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় বন্ড অটোমেশন প্রসঙ্গ টেনে এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী দিনে কর ও শুল্ক আদায়ের সব তথ্য অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে কাস্টমস কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আবদুর রহমান খান বলেন, সরকারের রাজস্ব চাহিদা পূরণ যেমন সব সময় সম্ভব নয়, তেমনি সব করদাতাকে সন্তুষ্ট রাখাও বাস্তবসম্মত নয়। তবে এনবিআরের লক্ষ্য হচ্ছে—সব সেবা বৈষম্যহীনভাবে প্রদান করা এবং কর ব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করা।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা ও বাণিজ্য সুবিধা বৃদ্ধির ভারসাম্য বজায় রাখতে স্থানীয় শিল্প সুরক্ষার প্রয়োজন ছাড়া অন্যান্য আমদানি পণ্যে শুল্কহার কমানোর বিষয়েও চিন্তাভাবনা করছে এনবিআর। এতে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং কাস্টমস প্রক্রিয়া সহজ হবে বলে মত দেন তিনি।