দেশের ১৮-২০ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে: গভর্নর


MARCH NAEEM 2ND/Dr-Ahsan-H-Mansur-qsk1h0ls0wfyyvl0d19hdvjqrt3fvft0r7ak11u788.jpg

দেশের ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে এসব ডকুমেন্টেড করা সময় সাপেক্ষ। এখন সেই কাজ চলছে বলে জানান তিনি। 

মঙ্গলবার বিএফআইইউর বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথ তদন্ত দল কাজ করছে। প্রয়োজনে আরও দল করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×