স্ট্যান্ডার্ড ব্যাংকে শরি‘আহ অ্যাওয়ারনেস কর্মসূচি অনুষ্ঠিত


15Feb Naeem/bank-b.jpg

ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং দুটি সাবসিডিয়ারি কোম্পানির সিইওবৃন্দের অংশগ্রহণে ‘শরি‘আহ অ্যাওয়ারনেস কর্মসূচি’ আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত এই কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। 

অনুষ্ঠানে ব্যাংকিং এ শরি‘আহ পরিপালনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা পেশ করেন ব্যাংকের এসএভিপি ও শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান কে. এম. রহমাতুল্লাহ সিএসএএ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×