ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে: সালেহ উদ্দিন


Nov 16/ecccc (5).jpeg

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে। কেউ লুটপাট করলে তাঁকে শাস্তি পেতে হবে। প্রাইভেট কিংবা পাবলিক সেক্টর যেই হোক ধরা পড়বে।

আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে কাজ হচ্ছে।  অর্থনীতিতে শুধু উন্নয়ন দেখানোর যে প্রবণতা, সেই উন্নয়ন কৌশল পরিবর্তন করতে হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বেশির ভাগ প্রতিষ্ঠানগুলোই ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেক প্রকল্প করা হয়েছে, ফিজিবিলিটি টেস্ট করা হয়নি। আদানির বিষয়ে কোনো করই দেওয়া হয়নি। আদানিকে টাকা দেওয়ার জন্যে সময় নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে মাল্টিলেটারাল, বাইলেটারাল সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে, বিদেশি সহযোগীরাও সহায়তা কমিয়ে দেবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয়। এই সরকার আর্থিক খাতে স্বল্প ও মধ্যমেয়াদি সংস্কার করবে। দীর্ঘমেয়াদি সংস্থার করবে রাজনৈতিক সরকার।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×